আমি কোনো আঘাতের প্রতিক্রিয়া জানাই না। Ami Kono Aghater Protikriya Janai Na

যদি আপনি ভেবে থাকেন, আপনি আমায় কোনো আঘাত দিলে, আমি তার প্রতিক্রিয়া জানাব, আমি আপনার সাথে বাদ – বিবাদ করব।
তাহলে আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি।
আপনার সেই শখ আমি পূরণ করতে পারলাম না।
আমার নেগেটিভ সাইডকে বাইরে আনার আপনার প্রচেষ্টা সত্যিই বৃথা গেল।
আমি একজন ইন্ট্রোভার্ট মানুষ, তাই বেশি বাত – বিতন্ডায় জড়াতে পছন্দ করি না, নিজেকে নিয়ে থাকতে বেশি ভালোবাসি।
তাই আমার কাছে সবচাইতে সহজ সমাধান হল – আপনার থেকে দূরত্ব তৈরি করা।
আমার জীবনের অধ্যায় থেকে আপনাকে পুরোপুরি মুছে ফেলা।
তাই যদি আপনার মনে হয়, আমাকে আর আপনার কোনো প্রয়োজনে লাগবে না, তাহলে এখন যত খুশি আঘাত দিতে পারেন।
মনে রাখবেন, খুব তাড়াতাড়ি আপনি আমার জীবন থেকে পুরোপুরি ভাবে ডিলিট হয়ে যাবেন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap