আজকাল আমরা প্রেম করি, প্রেমে পড়ি না। Ajkal Amra Prem Kori, Preme pori na

আমরা এই জেনারেশনের ছেলে মেয়েরা, যারা হঠাৎ হঠাৎ করে প্রেমে পড়ছি, আবার প্রেম ভাঙছে, মানসিক অবসাদে ভুগছি, আবার নতুন করে প্রেম করছি। কিন্তু কোনো সম্পর্কে স্থায়ী হতে পারছি না।

আমাদের সমস্যা টা কি জানেন?
আমরা প্রেম করি, প্রেমে পড়ি না। দুটোর মধ্যে বিস্তর তফাৎ।

যখন আমরা নিজেদের একাকী পাই,তখন নিজেদের একাকীত্ব কাটাতে মনে হয় সাথে কোনো একজনকে দরকার।
নিজের বন্ধু বান্ধবীদের দেখছি তারা তাদের পার্টনার কে নিয়ে পার্কে, সিনেমায়, রাস্তায় হাত ধরাধরি করে ঘুরে বেড়াচ্ছে। তখন ইচ্ছে হয় আমারও যদি কেউ এমন একজন থাকত।
প্রত্যেকটা মানুষের বয়স বাড়ার সাথে সাথে শারীরিক ও মানসিক চাহিদার সৃষ্টি হয়। সেই শারীরিক ও মানসিক চাহিদা মেটাতেও কখনও মনে হয় যদি কোন সঙ্গী থাকত।
এইসব চাহিদা, ইচ্ছা মেটানোর জন্য ডেসপারেট হয়ে আমরা কোনো একজনের রূপে এবং কখনও কখনও তার কোনো গুনে আকর্ষিত হই এবং তার সাথে ফ্লাটিং আর তারপর ধীরে ধীরে প্রেম করতে শুরু করে দেই।
তারপর কিছুদিন সম্পর্ক চলার পরে বুঝতে পারি যে ওর প্রতি তেমন কোনো টান অনুভব করছি না। তখনই শুরু হয় সমস্যা।
তখন সেই সম্পর্ক থেকে বেরোতে চাইলেও আর বেরোতে পারি না। হয়তো ফিজিক্যালি সম্পর্কে জড়িয়ে গেছি কিংবা খুব গিলটি ফিল করছি। তাই সম্পর্কটা থেকে সহজে বেরোতে পারি না।
কিন্তু মানসিক ভাবে ভেতরে ভেতরে খুব কষ্ট পেতে থাকি।
পার্টনারকে ইগনোর করতে থাকি, কথায় কথায় খিটখীট, ঝগড়া প্রভৃতি লেগে থাকে।
এভাবেই সম্পর্কগুলো টক্সিক সম্পর্কে পরিণত হয়।

অবশেষে সম্পর্কগুলো ভেঙে যায় এবং আমরা বন্ধু বান্ধবীদের কাছে নিজেদের প্রক্তনের নামে নানান দুর্নাম গাইতে থাকি, খিস্তি মারি।
যদি সত্যিকারের প্রেমে পড়তাম তাহলে এই টানটা কমত না আর সম্পর্ক ভাঙার পরে তার নামে দুর্নাম ও করতে হত না।

সত্যি বলতে ওটা আসলে প্রেম ছিল না, ছিল Infatuation. জাস্ট একটা আকর্ষণ। আর কিছুই না। আর সেটাকেই আমরা প্রেম ভেবে ভুল করে ফেলেছিলাম।

অনেকে আবার ব্রেকআপের পরে, একাকীত্ব কাটাতে সেই পুরনো ভুল পুনরায় করে বসে।
আবার কারোর আকর্ষণে জড়িয়ে নতুন সম্পর্কে জড়ায়, যেটা আগেরটার চেয়েও আরো বেশি টক্সিক আকার ধারণ করে।

তাই তো আগেকার দিনের গুরুজনেরা বলতেন, ওয়েল সেটেল্ড হয়ে কোনো সম্পর্কে জড়াতে।
এটাই বেস্ট ছিল এবং তখন সম্পর্ক ভাঙার পরিমাণও একেবারে না এর বরাবরই ছিল।

শেষে একটাই কথা বলব, অন্যেরা প্রেম করছে বলে, নিজের একাকীত্ব কাটাতে কাউকে দেখে বা তার কথা শুনে আকর্ষিত হয়ে প্রেম করাটা পুরোপুরি বোকামি।
কারোর সাথে সম্পর্কে জড়ানোর আগে নিজেদের মধ্যে ম্যাচুরিটি আসাটা অনেক বেশী জরুরী। সাথে জরুরী অপর পক্ষের মানুষটাকে বোঝার এবং খুব দরকার এটা বোঝার – কোনটা ভালোবাসা আর কোনটা আকর্ষণ।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap