সুস্বাগতম ! সুস্বাগতম !
নমিস্কার বন্ধু, তোমাকে করজোড়ে সুস্বাগতম জানাই, আমার এই ব্লগে।
তোমার জন্যই আমার এক খুদ্র প্রচেষ্টা।
তাহলে চল শুরু করা যাক।
চল শুরু করি জীবনের এক নতুন অধ্যায়।
তুমি কি তোমার ক্যারিয়ার কিংবা রিলেশনসিপ নিয়ে খুব সমস্যায় আছ? সমস্যা তোমাকে চারদিক থেকে চেপে ধরেছে, বুঝতে পারছ না কোন দিকে যাবে ………
কিংবা তুমি কি কোনো টক্সিক রিলেশনসিপে জড়িয়ে পরেছ, দম বন্ধ হয়ে আসছে তোমার। বার বার বেরোতে চাইছ সেই সম্পর্ক থেকে, কিন্তু যতবারই চেষ্টা করছ, আরও যেন নিজের জালেই জড়িয়ে যাচ্ছ।
অথবা যদি তুমি সিঙ্গেল থাক, বুঝতে পারছ না নিজের জন্য পারফেক্ট লাইফ পার্টনার চিনবে কিভাবে?
যদি তুমি কোনো সম্পর্কে থাক, সেই সম্পর্কে তোমাদের দুজনের ইগো একটা পারফেক্ট সম্পর্ক বানাতে বাধা হয়ে দাঁড়াচ্ছে। বুঝতে পারছ না কিভাবে এই নেগেটিভিটিকে তোমার সম্পর্ক থেকে দূর করবে……
কিংবা সম্প্রতি তোমার ব্রেকাপ হয়েছে, তোমার এক্স ইতিমধ্যে মুভ অন করে গেছে, কিন্তু তুমি এখনও মুভ অন করতে পারছ না। এখনও সেই অতীতের খেয়ালে রয়ে গেছ, যার ফলে তার প্রভাব তোমার ক্যারিয়ার, তোমার স্বাস্থ্য, তোমার পরিবারের ওপর পরছে।
এইরকম আরও অনেক রিলেশনসিপের সমস্যায় যদি জড়িয়ে থাক, তবে কোনো টেনশন নিও না বন্ধু।
এই শর্মা আছে তো, তবে তোমার চিন্তা কিসের?
আমি তোমাকে সমাধান দেব।
আমি তোমাকে সাহায্য করবো, এই সমস্যা কাটিয়ে আবার ঘুরে দাঁড়ানোর, আমি তোমাকে মুভ অন করতে সাহায্য করবো, সাহায্য করব তোমার ক্যারিয়ারে সাকসেস পেতে, একজন ভালো লাইফ পার্টনার পেতে, একটা সুন্দর সম্পর্ক তৈরি করতে।
কিন্তু তোমার মনে প্রশ্ন জাগতেই পারে কিভাবে এবং কেন?
বন্ধু, আমি মানুষের মনস্তত্ব এবং সম্পর্ক নিয়ে কিছু পড়াশুনা করেছি নিজের একাডেমিক স্টাডির বাইরে। আজ ও পড়াশুনা করছি। এবং আমি শুধু পুঁথিগত বিদ্যা দিয়েই নয়, নিজের অভিগ্যতা দিয়ে ও তোমার সমস্যর সমাধানের চেষ্টা করব।
এছাড়া বিখ্যাত মোটিভেশনাল স্পিকার দের কন্টেন্ট, সদ্গুরু, শ্রী শ্রী গুরু রবিশঙ্কর, সন্দীপ মহেশ্বরী এদের উপদেশ গুলো ঠিক ঠিক ভাবে ঠিক সময়ে তোমাদের সামনে তুলে ধরবো।
তাছাড়া সবচেয়ে বড় কথা, গীতা থেকে ভগবান শ্রীকৃষ্ণের মুল্যবান উপদেশ গুলি তোমার সামনে খুব সহজ ভাবে তুলে ধরবো, যাতে তুমি শুধু মানসিক শান্তিই পাবে না, বরং নিজের অন্তর্দৃষ্টি কে জাগ্রত করতে পারবে। নিজেকে নতুন করে চিনতে পারবে, তোমার মধ্যে লুকিয়ে থাকা ট্যাঁলেন্ত কে খুজে পাবে, খুজে পাবে তোমার প্রত্যেক সমস্যার সমাধান।
অনেক কথা হয়ে গেল, আর বেশী কিছু বলব না।
আমি প্রতিদিন ই নানান বিষয়ের কন্টেন্ট পাবলিশ করি এই ব্লগে, যেগুলো তুমি Home সেকশনে পেয়ে যাবে। আমি মুলত Relationship, Self Love, Philosophy এবং Spirituality on our life নিয়েই কথা বলি, এবং সাথে মাঝে মাঝে কিছু Motivational বিষয়ে ও লেখালেখি করি। এ সব কিছুই তুমি Home সেকশনে পেয়ে যাবে।
যদি তুমি আমার ব্যাপারে জানতে চাও, জানতে চাও আমার স্টোরি, তাহলে চলে যেও About সেকশনে।
আমার সাথে যোগাযোগ করতে চাইল্রে, Contact পেজে চলে যেও।
এছাড়া অন্যান্য সোশ্যাল মিডিয়ায় যদি আমার সাথে যোগাযোগ করতে চাও, তাহলে আমি নীচে লিঙ্ক দিয়ে দিচ্ছি; সেখান থেকে আমাকে যোগাযোগ কর, আর সাথে অবশ্যই ফলো করে দিও।
ফেসবুকঃ ====>https://www.facebook.com/sourav.bhuniya.1/
ইন্সটা গ্রামঃ ===>https://www.instagram.com/souravbhuniya19/
টুইটারঃ =====>https://twitter.com/BhuniyaSourav
কুঃ ========>https://www.kooapp.com/profile/souravbhuniya
ইউটিউবঃ ====>https://www.youtube.com/@bhuniyasourav
আর হ্যাঁ, শেষে অবশ্যই বলছি যে, যদি আমার ব্লগের কন্টেন্ট গুলো তোমার ভালো লাগে, তাহলে তোমার নাম এবং মেল আইডি দিয়ে ব্লগ টা সাবস্ক্রাইব করে দিও যাতে, আমি যখনই কোনো নতুন কন্টেন্ট পোস্ট করব, তখনি তোমার মেইল বক্সে নোটিফিকেশন চলে যাবে এবং খুব সহজেই তুমি সেগুলো পড়তে পারবে। আর হ্যাঁ, কোনো আর্টিকেল ভালো লাগলে, তাতে কমেন্ট করো। এতে আমি আরও অনুপ্রেরনা পাব নতুন নতুন কন্টেন্ট লিখে তোমাকে উপহার দিতে।
তোমার সুবিধার জন্য নেভিগেশন গুলো একজায়গায় দিয়ে দিছি।
পোস্ট ক্যাটাগরি
- Relationship
- Self-Love
- Philosophy
- Relationship Problem
- Spiritual
- Motivational
তাহলে এইটুকু থাক, আবার অন্য কোনো পেজে দেখা হবে।
চিয়ারস
সৌরভ