সব মেয়েই সবসময় প্রেমিক খোঁজে না,
কিছু মেয়ে খোঁজে একজন প্রিয় মানুষ, প্রিয় বন্ধু,
যাকে সে দিনের শেষে সমস্ত জমা কথাগুলো বকবক কুইনের মত এক নিমেষে বলতে পারে।
যার সামনে সে সারাদিনের চাপা অভিমান গুলো মন খুলে প্রকাশ করতে পারে,
যার সামনে সে অঝোরে কেঁদে মন হালকা করতে পারে, যাকে সমাজ কঠোর নারী হিসাবে চেনে।
সে খোঁজে এমন একজনকে যার সামনে ম্যাচিওর মেয়েটাও ছোট্ট সরল মনের বাচ্চাদের মত আবদার করতে পারে।
সে এমন একজনকে খোঁজে যে তার শরীরের সৌন্দর্যের লোভনীয়তা উপেক্ষা করে তার মনকে ছুঁয়ে যায়।
সব মেয়েই বাইক, চারচাকার গাড়ি, দামী পোশাক, ঘড়ি, দামী গয়না, মোবাইল খোঁজে না,
কেউ কেউ পার্কে গাছের নীচে প্রিয় মানুষটার সাথে মশলা মুড়ি কিংবা এক ঠোঙ্গা চিনা বাদামেই স্বর্গসুখ খুঁজে পায়।