আমাদের বেনামী সম্পর্কটা কি এতটাই ভঙ্গুর ছিল? Amader Benami somporkota ki etotai vongur chilo

একদিন তুমি আমার খুব কাছে আসতে চেয়েছিলে, আমি সায় দেইনি। তবুও তুমি আমায় ছেড়ে যাওনি। আমার ভালো – মন্দ, পছন্দ, ভালোবাসা – ঘৃনা সব কিছুরই সাক্ষী হতে চেয়েছিলে তুমি। আমি সবটাই জানতাম, তবুও তোমায় স্বীকৃতি দেইনি।
যখনই তোমার কথা ভেবেছি, তখনই আমার সেই অতীতের ট্রমা আবার আমাকে দূরে ঠেলে দিয়েছে।
এভাবেই কাটছিল কিছুকাল, আমাদের এই লুকোচুরি খেলা। তারপর ধীরে ধীরে তোমার কারণে আমি আমার সেই পুরনো ট্রমা কাটিয়ে উঠে স্বাভাবিক আমিতে ফিরতে লাগলাম।
তারপর এল সেই শুভক্ষণ, যখন আমি তোমার সত্যি মায়ায় জড়িয়ে পড়লাম।
তোমার মনে আছে সেদিনকার কথা, যেদিন আমি তোমায় বলেছিলাম আমার কবিতার ইন্সপিরেশন তুমি। সেদিন তুমি কি বুঝেছিলে আমি জানি না। তবে সেই দিনটাই কিন্তু সেই দিন ছিল, যার জন্য তুমি এতকাল অপেক্ষা করে ছিলে। সেই দিনটাই ছিল, যেদিন আমি তোমায় আমার মনের প্রকৃত অনুভুতি প্রকাশ করেছিলাম।
অতীতের সমস্ত ভয়, কালো অন্ধকার স্মৃতি কাটিয়ে তোমায় আমার একান্ত আপন করে নিতে চেয়েছিলাম।
কিন্তু দেখ, তুমিও শেষে আমায় সেই ভুল প্রমাণ করেই ছাড়লে।
যে অতীতের অন্ধকার কাটিয়ে আমি আলোয় ফিরেছিলাম, সেই অন্ধকারেই আবার আমায় ঠেলে দিলে। শুধু কারণ দিয়ে গেলে আমার ইগো কে।
না হয় মেনেই নিলাম আমি ইগোইস্ট ছিলাম, কিন্তু এমন টাতো নয় যে আমি নিজেকে পরিবর্তন করতে চেষ্টা করিনি। এমনটা তো নয় যে, আমি তোমায় সরির পর সরি বলতে দ্বিধাবোধ করিনি, তোমার ভালোবাসাকে দেরি করে স্বীকার করার জন্য।
একটু সময় তো লাগে দীর্ঘ দিনের অভ্যাস, ভয়, পুরানো দাগকে মুছে ফেলতে। সেই সময়টাও কি তোমার কাছে ছিল না আর ?
আর একটু কি অপেক্ষা করা যেত না আমার জন্য ?
আমাদের এই বেনামী সম্পর্কটা কি এতটাই তাসের ঘরের মত ভঙ্গুর ছিল, যে সামান্য একটা আঘাতে এভাবে গভীর সমুদ্রের অতলে হারিয়ে গেল, নাকি আমার প্রতি তোমার সেই পুরানো আকর্ষণটাই ফুরিয়ে গেছিল ?

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap