আমি একটু সেকেলে। Ami Ektu Sekele

সত্যি বলতে আমি একটু সেকেলে।
আজকের এই মডার্ন কালচারের ক্যাজুয়াল ফিলিংস, ক্যাজুয়াল রিলেশনশিপ, ক্যাজুয়াল ফ্রেন্ডশিপ এসব ঠিক আমার ধাতে নেই, তাতে আমার কোনো আফসোস ও নেই।
সেকেলেদের মত আমিও যেকোনো জিনিসের এক্সট্রিম লেবেলে থাকি।
কারোর বন্ধু হলে সেটাও এক্সট্রিম, কাউকে ভালোবাসলে এক্সট্রিম লেবেলে ভালোবাসি, কাউকে ঘৃনা করলে তাকেও সেই চূড়ান্ত পর্যায়ে ঘৃনা করি।
যখন কেউ ছেড়ে চলে যায়, তখন এক্সট্রিম লেবেলে ভেঙে পরি।
কারণ যে যায়, সে আমার সবটা নিয়ে যায়, সবটুকু ভেঙে চুরে দিয়ে।
তাই আমার জীবনে যেই আসুক না কেন, সে যেন চূড়ান্ত টাই ভেবে আসুক।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap