আমাদের কারোর সাথে সম্পর্কে জড়ানোর মুল কারন কি ? Amader Karor sathe somporke joranor mul karon ki?

এই যে আমরা আমাদের আশে পাশের মানুষ কে পছন্দ করি। হঠাৎ করে কাউকে দেখে, কারোর সাথে কথা বলে তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ি, তাদেরকে বিশেষ ভাবে পছন্দ করে ফেলি। এই পছন্দ টা কি এমনি এমনি করি নাকি কোনো বিশেষ কারণ আছে।

শুনলে অবাক হবেন, মানব চরিত্রের ওপর বৈজ্ঞানিক দের করা ভিন্ন ভিন্ন গবেষণায় ওনারা এটাই পেয়েছেন যে, আমরা মূলত তিনটি কারণে আশে পাশের মানুষকে পছন্দ করি।
হ্যাঁ ঠিক পড়েছেন, মূলত তিনটি কারণ।

প্রথম কারণ টা জানলে হয়তো হাসি পেতে পারে।
প্রথম কারণ টা হল:
আমরা আমাদের আশে পাশের মানুষদের পছন্দ করি কারণ তারা আকর্ষণীয় বলে। দেখতে ভালো, আকর্ষণীয় চেহারা, সুন্দর বদন, রূপ এসবের কারণে তাদের কে খুব পছন্দ করে ফেলি।

এবার দ্বিতীয় কারণ টা হল:
কোনো ব্যক্তির সাথে আমাদের ভাবনা, আদর্শের মিল হলে, আমরা তাকে পছন্দ করে ফেলি। হতে পারে হয়তো ও অতটা দেখতে ভালো নয়, মানানসই। কিন্তু তার ভাবনার সাথে আমাদের নিজস্ব ভাবনার অনেক মিল আছে। তার কথা, তার গুণ, চরিত্র এসব দেখে আমরা তাদের প্রতি আকৃষ্ট হয়ে যাই।

এবার অবশেষে তৃতীয় কারণ টি হল:
আমরা আমাদের পাশের ব্যক্তিটিকে পছন্দ করি, কারণ ওই ব্যাক্তিটি আমাদের কে পছন্দ করে বলে। ওই ব্যাক্তি টি আমাদের কেয়ার করে, সময়ে অসময়ে খোঁজ নেয়, আমাদের সাথে মিষ্টি ব্যবহার করে, কোনো সমস্যায় পড়লে তার সমাধানের জন্য এগিয়ে আসে। তাই আমরা তাকে খুব সহজেই পছন্দ করে ফেলি।

এখন আপনি বলুন, আপনি আপনার পাশের মানুষ টিকে ঠিক কি কারণে পছন্দ করেন???

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap