ভালোবাসা কী ? What is Love?

ভালোবাসাটা আসলে কি জিনিস?
কারোর প্রতি তীব্র আকর্ষণ?
কারোর সাথে দিনের পর দিন কথা বলা, মিলামেশার পরে তার মায়ায় জড়িয়ে যাওয়া ??
না,
এগুলো কোনোটাই ভালোবাসা নয়।
ভালোবাসা হল, যখন তাকে পেয়ে, তার সাথে থাকলে, কথা বললে, তার পাশে থাকলে, শুধুমাত্র শারীরিক উপস্থিতিতেই নয়, যখন মানসিক অনুভূতিতেও তার সাথে থেকে তুমি নিজেকে সম্পূর্ণ মনে কর।
যখন মনে হয়, তোমাদের দুজনের শরীর আলাদা হতে পারে কিন্ত আত্মা একই।
যখন একজনের আরেকজনকে পাওয়ার আকাঙ্খা ও হারানোর ভয় কোনোকিছুই আর থাকে না।
যখন তাকে তুমি তার উপস্থিতিতিতেও যতটা ভালোবাসতে পার, তার অনুপস্থিতিতে তাকে তার চেয়ে আরো বেশি ভালোবাসতে পার।
যখন তার প্রতি কোনো অধিকারবোধ না থেকেও তাকে দূর থেকে ভালোবাসা যায়।
যখন তাকে তুমি পাওয়ার জন্য ভালোবাসো না, ভালোবাসো সেই মুহূর্ত গুলোতে, সেই অনুভূতিতে বেঁচে থাকার জন্য।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap