কত অদ্ভুত আমাদের জীবন, তাই না !!! Koto Odvut amader jibon, tai na !!!

কতটা অদ্ভুত, তাই না আমাদের জীবনটা !
কতটা অদ্ভুত আমাদের এই সম্পর্ক গুলো, তাই না !
আমরা একসাথে প্রতিটা ২৪ ঘণ্টা অতিক্রম করি, এক সাথে খাই, সিনেমা দেখি, ঘোরা ফেরা করি, অথচ আজও একে অপরকে ঠিক করে চিনতেই পারলাম না।
একে অপরের মধ্যেকার ঝড়, নদীর কুলু কুলু ধ্বনির স্বর কিছুই জানতে পারলাম না।
তবুও আমরা একে অপরের সাথে আছি। আজও আমি তোমার জন্মদিন ভুলে যাই, তোমার প্রিয় খাবারের সাথে আমার প্রিয় খাবার, তোমার প্রিয় রঙের সাথে আমার প্রিয় রঙটা গুলিয়ে ফেলি।
আজও কখনও কখনও উইকেন্ডে তোমার সাথে আর ঘুরতে যাওয়া হয় না। এক সাথে নেটফ্লিক্সের ওয়েব সিরিজটাও দেখা হয় না।
একই সাথে একই বিছানায় পাশাপাশি থেকেও তোমায় কতদিন জড়িয়ে ধরে ঘুমানোই হয়নি।
কতদিন হল তোমায় আর অফিস যাবার আগে গুডবাই কিস টাও দেওয়া হয়নি।
তোমায় আর বলা হয়নি, অনেক অনেক ধন্যবাদ আমাকে আর আমার সংসারটাকে সামলানোর জন্য।
অথচ দেখ, এত অপূর্ণতা, না পাওয়া নিয়েও আমরা সাথে আছি, একে অপরের পাশে আছি।
কিন্তু সত্যিই কি আমরা সুখে আছি ?
সত্যিই কি আমরা মন থেকে একে অপরের খুব কাছে আছি ?
নাকি আমরা শুধু একে অপরের অভ্যাসই হয়ে দাঁড়িয়েেছি!!!

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap