এই যে মেয়ে শোন,
তুমি তো বেশ পপুলার, ডাকাবুকো সুন্দরী।
ফেসবুক, ইন্সটায় তোমার কত কত ফলোয়ার।
কত হাজার হাজার ম্যাসেজে তোমার ম্যাসেঞ্জার ভরে যায় প্রতিদিন।
কত কত প্রপোজাল পাও প্রতিদিন তুমি…।
কত ছেলের প্রেমের কাহিনী, তাদের এক্স এর ছেড়ে যাবার কাহিনী, ব্যর্থ প্রেমের কাহিনী শুন তুমি।
কত ছেলের স্বপ্নের রানী তুমি !!!
কত ছেলে তোমায় বলে যে, তারা অন্যদের মত নয়।
আজ না হয় আমার কাহিনী একটু শুন ……
আমি এটা বলব না যে, আমি অন্যদের মত নই।
আমি বলব, আমিও অন্যদের মতন।
আমিও অন্যদের মতন হাজারটা ভুল করি,
আমিও অন্যদের মতন হুট হাট করে ক্রাশ খাই, কিছুদিন তাদের সোশ্যাল মিডিয়া ফলো করি; আবার কিছুদিন পড়ে নতুন করে অন্য কারোর ওপর ক্রাশ খাই।
আমিও রাস্তায় পাশ দিয়ে কোনো সুন্দরী মেয়ে যেতে দেখলে পিছন ফিরে তাকাই।
আমিও বাকী সবাইয়ের মতন খুব সাধারন।
তোমায় রানী করে রাখার যোগ্যতা নাই আমার, আমার অত সামর্থ্যও নাই।
তোমার জন্য চাঁদ তারা ও তুলে নিয়ে আস্তে পারব না আমি।
কিন্তু আমার সামর্থ্য অনুযায়ী মেলা থেকে তোমার জন্য চুড়ি, কম দামী পায়েল, কানের দুল কিনে নিজের হাতে তোমায় পরিয়ে দিতে পারি আমি।
আমি এও বলছি, আমি তোমায় হয়তো অনেকবার কাঁদাতেও পারি,
আমার কারণে বহুবার অভিমান জমতে পারে তোমার মনে।
কিন্তু আমি এটা তোমায় জোর দিয়ে বলতে পারি যে,
সেই চোখের জল সবার আগে আমিই মুছে দেব তোমার।
তোমার ঐ অভিমানের মেঘ কাটিয়ে, শরৎ এর রোদের মত হাসি, একমাত্র আমিই ফোটাতে পারি তোমার মুখে।
হ্যাঁ মানছি, আমি না হয় কখনও তোমায় রাগাব,
তোমার সামনে অন্য কারোর সাথে ফ্লাট করবো, তখন না হয় তোমার ঐ হিল জুতো পরা পায়ে আমায় একটা আচ্ছা করে লাথি মের।
তোমার সাথে পথে চলতে চলতে যখন পিছন ফিরে পাশ দিয়ে চলে যাওয়া সুন্দরীটির পানে চাইব,
তুমি না হয় তখন আমার পিঠে জোরে একটা ঘুসি মের।
তোমার সামনে যখন সোশ্যাল মিডিয়ায় অন্য মেয়ের ছবি স্ক্রোল করব,
তুমি না হয় তখন মিথ্যা রাগের অভিনয়ে আমার কানটা টেনে ধর।
হয়তো কখনও সখনও আমি তোমার ফোন তুলবো না, তোমায় না জানিয়ে বন্ধুদের সাথে পার্টি করবো, তোমায় জন্মদিন উইশ করতে ভুলে যাব, রাত্রে ফোনে তোমার বকবক শুনতে শুনতে ঘুমিয়ে পরব,
কিন্তু যখনই প্রয়োজন পড়বে আমায় তোমার, তোমার মুখ ফুটে বলার আগেই তোমার পাশে হাজির হব আমি।
যখন এ কঠিন সমাজের বাঁকা কথায় তোমার কান্না পাবে, তখন না হয় আমার এই হাট করে খুলে রাখা বুকটায় তোমার মুখ লুকিয়ে কেঁদে নিও।
বাসে যখন তোমার ঘুম পাবে, তখন পাশের সীটে বসে থাকা আমার কাঁধে তোমার মাথাটা না হয় একটু এলিয়ে দিও।
আমিও অন্য সাধারনের মত একটা সুখের নীড়, শান্তির কোলের খোঁজে হঠাৎ করে তোমার কোলে আমার মাথা রেখে একটু ক্লান্তির ঘুম জিরিয়ে নেব।
আমিও অন্যদের থেকে আলাদা নই,
তাই কখনও সখনও তোমার ঐ এলোমেলো কোঁকড়ানো চুলটা নিয়ে খেলা করব,
কখনও তোমার সাথে ঝগড়া করব, কিছুদিন কথা না বলে থাকব।
কিন্তু ঝগড়া মেটাতে প্রথম সরি টেকসটা আমিই তোমায় করব।
আমিও ঠিক অন্যদের মত,
তাই তোমায় অন্য কারোর সাথে দেখলে জেলাস হব, তোমার ওপর রাগ দেখাব।
আমিও অন্যদের মত,
তাই বন্ধু মহলে তোমায় তাদের বউদি বলে আলাপ করাব।
আমিও অন্যদের মতন,
তাই কথায় কথায় তোমায় আমার বউ বলে ডেকে উঠব।
আমিও অন্য সাধারনের মতন,
তাই শয়নে, স্বপ্নে, দিনে শুধু তোমায় ভালোবাসব।