কেউ যখন আমাদেরকে জীবনের মাঝপথে একলা ফেলে চলে যায়, তখন আমরা পুরোপুরি ভেঙে পড়ি।
বারবার নিজেকে প্রশ্ন করি যে, সে এমনটা কেন করলো? আমাকে এভাবে মাঝপথে কেন ছেড়ে চলে গেল?
তখন মাথার মধ্যে থেকে এ প্রশ্নের অনেক উত্তর আসে।
যেমন – হয়তো আমি ওর জন্য পারফেক্ট ছিলাম না, আমি সেই সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য ঠিক করে চেষ্টা করতে পারিনি, ওর মত গুড লুকিং একজনের সামনে আমাকে খুবই বাজে মানাত। কিংবা আমার শর্ট হাইট, মোটা, গায়ের রং কালো বলে বা আনরোমান্টিক বলে সে আমায় ছেড়ে চলে গেছে।
এসব কথা মাথায় ঘোরা ঘুরি করতে থাকে। আমরা নিজেদেরকে ছোট করে দেখতে থাকি।
কিন্তু সত্যি কি তাই?
আসলে না।
আসল কথা কি বলুন তো- যেমন, প্রত্যেকটা প্রোডাক্ট, প্রত্যেকটা মানুষের এক্সপায়ার ডেট থাকে, ঠিক তেমনি একটা রিলেশনশিপেরও এক্সপায়ার ডেট থাকে।
সময় হলেই সেই সম্পর্ক শেষ হবেই। কেউ তাকে আটকাতে পারবে না। হাতে পায়ে পড়ে, কান্না কাটি করে কিছু লাভ হবে না।
তাই সম্পর্ক নষ্ট হবার জন্য নিজেকে দোষ দেওয়া বন্ধ করুন, নিজেকে ছোট করা বন্ধ করুন।
একটা কথা মনে রাখবেন, আপনিই আপনার জীবন গল্পের নায়ক / নায়িকা। আর বাকিরা সবাই পার্শ্ব চরিত্রের অভিনেতা / অভিনেত্রী।
তাই নিজেকে নিয়ে খুশি থাকুন, নিজেকে ভালোবাসুন। নিজেকে ঠিক করে চেনার চেষ্টা করুন।
একবার নিজেকে নিয়ে খুশি থাকতে শিখে গেলে দেখবেন, আপনার আর খুশি থাকার জন্য, ভালো থাকার জন্য অন্য কারোর প্রয়োজন পড়বে না। তখন দেখবেন আপনার চেয়ে সুখী মানুষ এ দুনিয়ায় দ্বিতীয় আর কেউ নেই।