এতকাল শুধু আমি আমার করে চলে গেলাম।
আদৌ কি আমার বলে কিছু আছে?
“আমার বলে ছিল যারা, সবাই গেল চলে তারা।”
এ দুনিয়ায় আমার বলে কিছুই হয় না। খালি হাতে এসেছি, খালি হাতেই যেতে হবে।
না ঘর বাড়ি, পরিবার, আত্মীয়, সম্পত্তি কিছুই সাথে যাবে না।
চিতাতেই সব শেষ হয়ে যাবে।
তাই কিসের এত অহংকার? কিসের এত ইগোর লড়াই, উঁচু নিচু ভেদাভেদ।
এত বৈষম্য, ভেদাভেদ, মান অপমান রেখে কি লাভ?
যার প্রতি এত মান – অভিমান, সেই মানুষটাই যদি কোনোদিন না থাকে, তবে কার ওপর রেগে থাকবে? কাকে কথা শোনাবে?
অবশেষে একদিন যখন নিজের হুঁশ ফিরবে, যখন মনে হবে মিথ্যা অভিমান, ইগো – জেদের বশে মানুষটার সাথে কিছু কথা বলা হল না, একটু পাশে বসা হল না, কত জমানো মনের কথা মনেই রয়ে গেল।
তখন শুধু আপসোস টাই পড়ে থাকবে।
তাই এ ইগো, মান – অভিমান দূরে সরিয়ে, একবার মানুষটার পাশে গিয়ে বস, মনের জমানো সেই না বলা কথা গুলো বলে ফেল।
নইলে ভবিষ্যত কেই বা জানে?
আজ যে মানুষটাকে অভিমান করে দূরে সরিয়ে দিচ্ছ, কাল সে চিরতরে তোমা হতে দূরে চলে যেতে পারে।
সময় থাকতে নিজের না বলা কথা গুলো বলে দাও, নিজের না মেটানো ইচ্ছে গুলো পূরণ করে নাও।
নইলে হয়তো আর কোনোদিন আর কোনো সময় ও পেলে না।