অনেক কে বলতে শুনি কোনো একজনকে উদ্দেশ্য করে যে, সে খুব কঠিন মানুষ। তার কোনো অনুভুতি নেই। অনুভুতি শূন্য পাথর একজন।
কিন্তু এটা কি কখনো সত্যি হতে পারে?
কোনো মানুষ কি কখনও অনুভুতি শুন্য হতে পারে?
আমার তো মনে হয় না ।
একজন সিরিয়াল কিলার, যে কিনা মানুষ খুন করতে পারে, যার হাত একটুও কাঁপে না খুন করার সময়, সেও কখনও অনুভুতি হীন হতে পারে না।
তাহলে !!
কোনো মানুষ, সে যতই কঠিন হোক না কেন, পাথরের সমান তার হৃদয় হোক না কেন …… সে কখনোই অনুভুতি হীন হতে পারে না।
আসলে ওরা নিজের অনুভুতি কে কারোর সামনে প্রকাশ করতে পারে না কিংবা
প্রকাশ করতে চায় না, মানুষ দুর্বল ভেবে নেবে বলে।
কিন্তু এমন কেউ না কেউ তো অবশ্যই থাকে তাদের জীবনে, যার সামনে সে পুরোপুরি নিজেকে, নিজের অনুভুতি কে উন্মুক্ত করে দেয় ।
তাই বলছি, কোনো মানুষ ই অনুভুতি হীন হতে পারে না, সে যতই পাহাড় প্রমাণ কঠিন, শক্ত পাথর হোক না কেন।